পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পাংশা পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সহধর্মিণী জিনাত আফরীন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও তার সহধর্মিণী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহেদা খাতুন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ভোজ গোবিন্দ দে প্রমুখ।
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে শহরের ট্যাম্পুষ্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই পূজামণ্ডপে মঙ্গলদীপ প্রজ্জলণ করেন তারা। পূজামণ্ডপ পরিদর্শনকালে স্ব স্ব পূজা মণ্ডপের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়।



Social Plugin